রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মা’রাত্মক রোগ লিভার সিরোসিসে আক্রান্ত। গতকাল





শনিবার (২৭ নভেম্বর) রাত থেকে বেগম জিয়ার ম’লদ্বারের রাস্তা দিয়ে আবারও র’ক্তপাত শুরু হয়েছে বলে তার চিকিৎসকরা জানিয়েছেন।এখন বেগম জিয়ার র’ক্তপাত বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। দুই দিন আগে, গত শুক্রবার খালেদা জিয়ার ম’লদ্বার দিয়ে র’ক্ত যাওয়া এবং





ব’মির সঙ্গে র’ক্ত যাওয়া সাময়িকভাবে বন্ধ করতে সক্ষম হয়েছিলেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন, লিভার সিরোসিস রোগটি যখন জটিল হয়, তখন তার রক্তবমি হয় এবং ম’লদ্বারের রাস্তা দিয়ে র’ক্তপাত হয়। এই র’ক্তপাত হওয়ার কারণে বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলেও জানান তার চিকিৎসকরা। প্রসঙ্গত,





গত মঙ্গলবার খালেদা জিয়ার র’ক্তবমি ও মলদ্বার দিয়ে র’ক্তক্ষ’রণ হয়। এর কারণ বের করতে গত বুধবার রাতে ডাক্তাররা তার কোলনোস্কপি এবং এন্ডোস্কপি করেন। খালেদা জিয়াকে ১৩ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন থেকে তিনি সিসিইউতে আছেন।





রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মা’রাত্মক রোগ