বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির পূর্বঘোষিত বিভাগীয় সমাবেশে লাখো





নেতাকর্মীদের ঢল নেমেছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়- নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে বিশাল মঞ্চ করা হয়েছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের এবং ঢাকার আশপাশের জেলার





নেতাকর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ঢল জনসমুদ্রে পরিনত হয়েছে। ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। এ কারণে নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনের রাস্তার যান চলাচল বন্ধ রয়েছে। অপর পাশের রাস্তা যান চলাচলের জন্য খোলা থাকলেও সেখানেও বেলা বাড়ার





সঙ্গে সঙ্গে বাড়ছে নেতাকর্মীদের ভীড়। বেলা ১টা ২০ মিনিটে ওলামা দলের আহ্বায়ক হাফেজ শাহ মোহাম্মাদ নেছারুল হকের কোরআন তেলোয়াতে মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশে বক্তব্য রাখবেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান প্রমুখ। ইতোমধ্যে সমাবেশে যোগ





দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, রফিকুল আলম মজনু, আমিনুল ইসলাম,সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দীন টুকু, কৃষিবিদ হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, মোস্তাফিজুর রহমান,





আব্দুল কাদের ভূইয়া জুয়েল, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলাল খান, জাকির হোসেন রোকন, আব্দুর রহিম প্রমুখ উপস্থিত রয়েছেন। এদিকে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনসহ-এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।





বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির