ইন্ডিপেন্ডেন্স কাপে ইসলামী ব্যাংক ইস্ট জোনের স্কোয়াডে জায়গা পান মোহাম্মদ আশরাফুল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এই ওয়ানডে ফরম্যাটে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।
ইন্ডিপেন্ডেন্স কাপের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। প্রথম ম্যাচে ৫ বলে রানের খাতা খুলতে ব্যর্থ হন তিনি। আর দ্বিতীয় ম্যাচে ৩০ বলে রানের খাতা খুলে ৫৭ বলে ১৫ রানের ইনিংস খেলেন তিনি।
এমন বাজে পারফরম্যান্সের কারণে শেষ ম্যাচে একাদশে জায়গা পেলেন না আশরাফুল। তাকে ছাড়াই বিসিবি নর্থ জোনের বিপক্ষে মাঠে নেমেছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দলটি।
আশরাফুলের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন আরেক অভিজ্ঞ ব্যাটার নাদীফ চৌধুরী। অন্যদিকে উইকেটরক্ষক ব্যাটার ইরফান শুক্কুরের পরিবর্তে একাদশে এসেছেন প্রীতম কুমার।