মধ্যরাতে রাজধানীর ধান’মন্ডিতে বেপ’রোয়া গতিতে গাড়ি চালিয়ে একটি রিক’শায় ধা’ক্কা দেওয়ার পর ধান’মন্ডি থানায় নিয়ে যাওয়া হয় মডেল-অভি’নেত্রী অ’র্চিতা স্পর্শি’য়া ও তার বন্ধু





প্রা”ঙ্গণ দত্ত অর্ঘ্যকে। বৃহস্পতিবার মধ্যরাতে গাড়ি’সহ আ’টক হওয়ার পর রাত ৩টার দিকে ছাড়া পান তারা। পুলি’শের দাবি, চালক প্রা’ঙ্গণ দত্ত অ’র্ঘ্য ‘ম’দ্যপ’ ছিলেন। আর ওই গা’তে থাকা অভিন’য়শিল্পী স্পর্শি’য়াও ওই সময়ে পুলি’শের সঙ্গে খারাপ ব্যবহার ক’রেন। যদিও স্পর্শি’য়ার দাবি, তারা কেউ মদ্যপ ছি’লেন না।





গাড়িও দ্রু’ত গতিতে চলছিল না। গাড়ি থা’মানোর পর ‘দুর্ব্যব’হারের’ অভি’যোগে পু’লিশ তাদের থা’নায় নিয়ে যায় এবং পরে মুচ’লেকা রেখে গভীর রাতে ছেড়ে দেয়। কালো র’ঙের লে’ক্সাস গাড়িটি চালাচ্ছিলেন ব্যবসায়ী প্রা’ঙ্গণ। চা’লকের পা’শের আসনে বসে ছিলেন স্প’র্শিয়া। আর টহল ডি’উটিতে ছিলেন ধান’ম’ণ্ডি থা’না’র উপপ’রিদর্শক মাহা’বুবুল





আলমের নেতৃ’ত্বে একটি দল। ঘটনার বর্ণ’না দিয়ে পুলি’শ কর্মকর্তা মাহা’বুবুল আলম বলেন, সাতমসজিদ রো’ডে ইউনি’মার্টের সামনে একটি রিকশা বা সিএনজি চলে আসায় দ্রুত’গামী এ’কটি গাড়ি সজোরে ব্রেক কষে দাঁড়ি’য়ে যায়। পরে তিনি সামনে এগি’য়ে গিয়ে চালককে জি’জ্ঞাসা করেন ‘ওভারস্পি’ডে গাড়ি চালাচ্ছেন কেন?’। গাড়িটির চা’লক তখন নেমে এসে থামানোর





জন্য খারাপ ব্যবহার করেন। বলতে থাকেন, ‘হু আর ইউ’। চালকের সঙ্গে একজন তরুণীও ছিলেন। তারা দুজ’নই পুলি’শের স’ঙ্গে তর্ক জুড়ে দেন। এক পর্যায়ে বিষয়টি ঊর্ধ্ব’তন কর্মক’র্তাদের জানালে তারা গাড়িসহ তাদের থানায় নিতে বলেন। পরে আমরা জানতে পারি তিনি অভি’নেত্রী স্প’র্শিয়া। তিনি আরো বলেন, ওরা ড্রাং’ক ছিলেন। চালক নিজেই





বলেন যে তি’নি অ’ল্প পরিমাণে মদ পান করেছেন। তিনি এ কথাও বলেন যে তার মদ পা’নের পার’মিট র’য়েছে। তবে সেই পারমিট দেখাতে পারেননি। তিনি খুবই বাজে ব্যবহার কর’ছিলেন। পরে ওসি স্যার বললেন থানায় নিতে। আমরা থানায় নিয়ে গেলাম। পরে সেখানে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তিনি আর এ ধর’ণের আচরণ করবেন না বলে মুচলেকায়





উল্লেখ করেন বলে এসআই মাহবুব জানান। পুরো ঘট’নাটা মি’টতে রাত প্রায় সাড়ে তিনটা বেড়ে যায় বলে জানায় পুলিশ। ধান’মণ্ডি থা’নার ভার’প্রাপ্ত কর্ম’কর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে পুলি’শ গাড়ি থামিয়ে প্রাঙ্গ’নকে জি’জ্ঞা’সাবাদ করে। গাড়িতে স্প’র্শি’য়া ছিলেন। তারা পুলিশের সাথে অ’স’দাচরণ করেন। এ কারণে তাদের থানায় নেয়া হয়ে’ছিল। রাতেই মুচ’লেকা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।