রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্নহত্যার চেষ্টা করেন মামুন (২৮) নামের এক যুবক। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি)





দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত জনগণ ও পুলিশ সদস্যরা মামুনকে উদ্ধার করে। পুলিশ জানায়, ওই ব্যক্তির বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। জানা যায়, পারিবারিক অশান্তি ও দুশ্চিন্তা থেকে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই





যুবক। ঘটনাস্থলে তিনি বলেন, আমার কেউ নাই। আমার স্ত্রী টাকা পয়সা নিয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। আর ঘণ্টাখানেক পরেই আমি আ;ত্মহ;ত্যা করবো। এ বিষয়ে শাহাবাগ থানার প্রেট্রোল ইনেপেক্টর (পিআই) শেখ আবুল বাসার গণমাধ্যমকে জানান, দ্বিতীয় বিয়ে করার কারণে তার প্রথম স্ত্রী বাবার বাড়ি চলে গেছে, আর তার দ্বিতীয় স্ত্রী টাকা





পয়সা নিয়ে পালিয়ে গেলে এই অশান্তি থেকে সে গায়ে আগুন দিয়ে আ;ত্মহ;ত্যার চেষ্টা চালায়। তাকে থানায় নেয়া হয়েছে। ওই যুবকের বিরু;দ্ধে আত্নহ;ত্যা মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।