বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০২২-২০২৪) নির্বাচনে সদ্য জয়ী সাধারণ সম্পাদক জায়েদ খানের জয়কে চ্যা’লে’ঞ্জ করেছিলেন





প্র’তিদ্ব’ন্দ্বী প্রার্থী নিপুণ। সে অনুযায়ী আজ (২৯ জানুয়ারি) বিকালে চলচ্চিত্র নির্বাচনের আপিল বোর্ড ভোট পুনর্গ’ণনা করে। এতে পুরনো ফলই সঠিক বলে ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।





তিনি জানান, সম্পাদকীয় পরিষদে ২৬টি নয়, ২৩টি ভোট ন’ষ্ট হয়েছে। তিনটি ফাঁ’কা ছিল। সোহান বলেন, ‘নির্বাচন কমিশনের ফল সঠিক আছে। নিপুণের ১৪ ও জায়েদের ১২টি ভোট অ’কার্য’কর হয়েছে। মোট ২৬টি। আর এগুলো হয়েছে ভোটারদের ভু’লে। পুনরায় গণনার সময় নিপুণ উ’পস্থিত ছিলেন। তিনি এতে সন্তুষ্ট।’ জানা যায়, ভোট





পুনর্গণনার সময় আপিল বোর্ডের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, জায়েদ খান ও জয় চৌধুরী। কার্যকরী পরিষদে ১০টি ও সম্পাদকীয়তে ২৬টি ব্যালট অকা’র্য’কর হয়েছে। ভোট কা’স্ট হয়েছে ৩৬৫টি। নির্বাচনে জায়েদ খান পেয়েছেন ১৭৬ ও নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট। উল্লেখ্য, ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল





৫টা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। শনিবার (২৯ জানুয়ারি) ভোরে ঘোষিত ফলে সমিতির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন আর জায়েদ খান হন সাধারণ সম্পাদক। ফলই সঠিক বলে ঘোষণা দিয়েছেন





নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।