অব’শেষে শান্তি’পূর্ণভাবে শেষ হলো এবা’রের বাংলাদেশ চল’চ্চিত্র শি’ল্পী সমি’তির নির্বাচন। আলো’চিত এই নির্বাচনে মিশা-জা’য়েদ পরি’ষদ





এমনকি আমি আমার নিজের ভোটটিও দিতে যাইনি। তবে এবার যে ১১৭ ভোট পেয়েছি, তা নিঃস্বার্থভাবেই
থেকে কার্য’করী সদস্যপদে প্রতি’দ্ব’ন্দ্বিতা করে’ছেন চিত্র’নায়ক বাপ্পা’রাজ। তবে ভোটে পা’স করতে পারে’ননি। এ অ’ভিনেতা পেয়েছেন ১১৭ ভোট। এদিকে নির্বা’চনের পরাজয়ের বিষয়ে তিনি গণমাধ্যমে বলেছেন, আমি তো মাঠে খে’ই নাই, হার’লেই কী, জিত’লেই কী। মাঠে নেমে





যদি আমি খেলা’তাম, তবেই না হার-জি’তের কথা ছিল। নির্বা’চনের বিষয়ে তিনি বলেন, আমি তো নিজ থেকে ভোটেই দাঁড়াইনি। জায়েদ খান মনো’নয়ন পত্র তুলে এনে এক’রকম জোর ক’রেই আ’মার কাছ থে’কে স্বা’ক্ষর নিয়ে গেছে। গতবারও সে এসে একই কাজ করেছিল। তিনি বলেন, আমার এসবে আগ্রহ নেই। আমি কারও কাছে ভোটও চাইনি।





পেয়েছি। ভোটারদের ভালোবাসা থেকে পেয়েছি। এদিকে দীর্ঘদিন পর নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসাবে কাজ ক’রেছেন বাপ্পা’রাজ। পাবলিক মার্কেট ডট কম নামে একটি প্রতি’ষ্ঠানের এ বিজ্ঞা’পনটির শুটিং এরই মধ্যে সম্পন্ন





করেছেন এ নায়ক। নতুন বিজ্ঞা’পনে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, এর গল্প আমা’কে ঘিরেই। এ জন্যই কা’জটি করেছি। প্রচারে এলে আশা করছি দর্শ’কদেরও ভালো লাগবে। দীর্ঘদিন ধ’রেই সি’নেমায় অভি’নয়ে নেই তিনি। এ অঙ্গ’নের বর্তমান পরিবে’শই তাকে অভি’নয়ে টানে না বলে জানি’য়েছেন বাপ্পারাজ। তবে ভালো গল্প এবং নির্মা’তা হলে অভিনয়ে আপত্তি নেই।





এমনকি আমি আমার নিজের ভোটটিও দিতে যাইনি। তবে এবার যে ১১৭ ভোট পেয়েছি, তা নিঃস্বার্থভাবেই