বিজ্ঞা’পনের শোর’গো’লে আল’মগীর যথে’ষ্টই বিব্রত। তিনি বলেন, দু’বে’লার খাবারও আমি এম’নি চাইনি। পড়ানোর বিনি’ময়ে চেয়েছি।





এটা খুবই স্বাভা’বিক চাওয়া। কিন্তু মানুষ একে এমন অবস্থায় নিয়ে গেছে এখন ল’জ্জায় আ’মার মাথা কাটা যাচ্ছে। ‘শুধু’মাত্র দু বেলা ভাতের বিনি’ময়ে পড়াতে চাই’ এম’ন পো’স্টার লা’গিয়ে ভাই”রাল হওয়া বগুড়ার আল’ম’গীর কবির নামের সেই যুব’ককে খুঁজ’ছে বগু’ড়ার





পুলি’শ। যুব’কটির সম্প’র্কে বিস্তা’রিত জা’নতে তাকে খোঁ’জা হচ্ছে বলে জা’নিয়েছে পু’লিশ। মঙ্গ’লবার (১ ফেব্রু’য়ারি) বিষ’য়টি নি’শ্চিত করে’ছেন বগু’ড়া সদর থা’নার অফি’সার ইন’চার্জ সে’লিম রেজা। তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে আ’সার পর থে’কেই ওই যুবকে’র নম্বরে যোগা’যোগের চেষ্টা করা হচ্ছে। ফোন নম্ব’রটি বন্ধ থাকায় তাকে





পাওয়া যাচ্ছে না। ওর মতো তো আরও অসংখ্য বেকার যুবক আছে। ওর ঘটনাটি আসলে কী, সে যা বলছে আ’সলে তার সত্যতা কতটুকু এটা আমরা খোঁ’জ নিতে চাই। তার প্রয়োজন পড়লে সহ’যোগিতা করা হবে। এর আগে আলম’গীর কবি’র নামের ঐ যুবক এলাকায় বগু’ড়ার জ’হুরুল নগর এলা’কার বিভিন্ন জায়’গায় ‘শুধু’মাত্র দু বেলা ভাতের বিনিময়ে





পড়া’তে চাই’ প্রথম শ্রেণি থেকে দ্বা’দশ শ্রে’ণি পর্যন্ত এমন একটি পো’স্টার সাঁটি’য়ে দেন। এরপর তার ফেস’বুক পেজেও দেন। সেই পোস্টারটি ভাইরাল হয়ে পড়ে।