চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ-জায়েদ খানের পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগ উত্তাপ ছড়িয়েছে। ভোট যুদ্ধের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে দুজনের





ব্যক্তিগত দ্বন্দ্বের বিষয়টিও হয়েছে আলোচিত। কিন্তু কী এমন ঘটনা যে কারণে এই দ্বন্দ্ব? জায়েদ খান ঘোষণা দিয়েছেন, তিনি চিত্রনায়িকা নিপুণকে প্রধান আসামি করে মামলা করবেন। আজ মঙ্গলবার তাঁর এই মামলা করার কথা রয়েছে। এদিকে জায়েদের এমন বক্তব্যে নিপুণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,





‘জায়েদ খান যদি আমাদের নামে মামলা করে, তাহলে চলচ্চিত্রের স্বার্থে প্রয়োজনে আমি ওর বিরুদ্ধে ১০০ মামলা করব।’ গত রোববার বিকেলে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জায়েদ খানের সঙ্গে এক ব্যক্তির মেসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট ফাঁস করেন নিপুণ। স্ক্রিনশটে দেখা যায়, জায়েদ শিল্পী সমিতির নির্বাচনে প্রভাব বিস্তার করতে কারও কাছে সাহায্য চাইছেন।





চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের সৃষ্ট জটিলতায় এসব কথা বলেন তাঁরা। নির্বাচন–পরবর্তী সময়ে জায়েদ খানের বিরু;দ্ধে অনিয়ম ও নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে গত রোববার বিকেলে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নিপুণ ও তাঁর প্যানেলের অন্য সদস্যরা। সেখানে তিনি জায়েদ খানের সঙ্গে এক ব্যক্তির মেসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট ;ফাঁস করেন।





স্ক্রিনশটে দেখা যায়, জায়েদ শিল্পী সমিতির নির্বাচনে প্রভাব বিস্তার করতে কারও কাছে সাহায্য চাইছেন। এদিকে নাম প্রকাশ না করার শর্তে কাঞ্চন–নিপুণ প্যানেলের একাধিক সদস্য জানালেন, জায়েদ খান একটি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। নিপুণ জানান, জায়েদ খানের কথোপকথনের এসব স্ক্রিনশট পুলিশের মহাপরিদর্শকের কাছেও পাঠিয়েছেন





তিনি। জায়েদ খা;নের মা;ম;লা করার কথা তুলতে;ই নিপুণ বলেন, ‘আগে কর;তে দিন। তাহলে আপনি লিখে দিন, আমিও ১০০টি মামলা করব জায়েদ খানের নামে।’ তিনি এ–ও বলেন, ‘আমি মামলা করার মেয়ে নই। এখন জায়েদ খান যদি আমার নামে মামলা করে, তাহলে চলচ্চিত্রের স্বার্থে ওর নামে ১০০ মামলাই করব এবং সেটি করার প্রস্তুতি নিচ্ছি।’