ফেসবুক টাইমলাইনে অ;শ্লীল পোস্টের ছড়াছড়ি। জীবনযাপন ‘ভবঘুরে’ টাইপ, মা;দ;ক সে;বন করেন নিয়মিত। তিনি ইচ্ছে হলেই পান করতে পারেন ম;দ-বি;য়ার।





আছে নারীদেহের প্রতি আকর্ষণ, অথচ টাকার অভাবে ভাত খেতে পারেন না, বাসা ভাড়া দিতে পারেন না। ‘দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ বিজ্ঞাপন দিয়ে ভাইরাল সেই আলমগীর কবিরকে গৃহশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া কতটা নিরাপদ তা জানতে চেয়ে ফেসবুকে পোস্ট





করছেন অনেকে। একাডেমিক নাম তার আলমগীর হোসেন হলেও ফেসবুকে তার প্রোফাইলের নাম আলমগীর কবির। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া বিজ্ঞাপনেও আলমগীর কবির উল্লেখ আছে। আলমগীরের বিজ্ঞাপনটি বগুড়া শহরের জহুরুলনগর এলাকায় বৈদ্যুতিক পোল ও দেয়ালে দেয়ালে সাঁটানো হয়। পরে অনেকেই





বিজ্ঞাপনটির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন। খুব দ্রুত এটি ভাইরাল হয়ে যায়।