বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত





আটকে দিয়েছে হাই কোর্ট। সেই সঙ্গে জায়েদ খানের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা যেন সৃষ্টি করা না হয়, আদালত তা নিশ্চিত করতে বলেছে। প্রবীণ চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেছেন, চিত্রনায়ক জায়েদ খান এমন কিছু





হয়ে যাননি যে তাকে নিয়ে এতো আলোচনা-সমালোচনা করতে হবে। এক সাক্ষাৎকারে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘নির্বাচনের পর জায়েদ খানের একটা শাস্তি হয়েছে বলে আমি মনে করি। সে কোনো অন্যায় করে থাকলে এই শাস্তি ন্যায়। আর সে যদি অন্যায় না করে তাহলে শাস্তিটা অন্যায়। কোনটা ন্যায় আর কোনটা অন্যায়





সেটা বলতে আমি পারব না। আর এত আলোচনা করার মতো কেউ এখনও সে হয়ে ওঠেনি। জায়েদ খানের কারণেই কি আপনারা নির্বাচনের দিন এফডিসিতে প্রবেশ করতে পারেননি? এমন প্রশ্নের উত্তরে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, জায়েদ খান আমাদের ঢুকতে দেয়নি এটা ভুল। আমাদের প্রবেশে বাধা দিয়েছেন





এফডিসির এমডি। আমি চলচ্চিত্রে এসেছি ১৯৬৪ সালে। আমার ৫৬ বছর বয়সে কখনো এমন নজির দেখিনি।