আজ দুপুরে ‘দুই বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ বগুড়ার সেই আলমগীর কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আজ বুধবার ২ ফেব্রুয়ারি দুপুরে জেলা





পুলিশ সুপার সুদীপ কু’মার চক্র’বর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। সুপার সুদীপ কুমার চক্র’বর্তী জানিয়েছে, আলমগীর কবিরকে চাকরি দেওয়া হবে। তবে কোথায়, কোন পদে চা’করি দেওয়া হবে সেটা এখনও জানা যায়নি। এর আগে বগু’ড়া সদর থানার ভার’প্রাপ্ত কর্মকর্তা (ওসি)





মো. সেলিম রেজা বলেন, ‘এসপি স্যার তার সঙ্গে কথা বলতে চান। আসলে তার বিষয়টা যাচাই করে দেখা দরকার। আল’মগীর কবিরকে স্কয়ার, ওয়ালটন ১৫-২০ হাজার টাকা বেতনের চাকরি দিতে চায়। কিন্তু সে চাকরি করবে না এমন তথ্য পাচ্ছি। তাই তার সঙ্গে কথা বলে কোনো সহযোগিতা করা যায় কি না, সেই বিষ’য়ে স্যার তার





সঙ্গে কথা বলতে চান।’ এ বিষয়ে আলমগীর কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি সারাদিন আজ বাইরে কাজে ছিলাম। পুলিশ তো আমাকে খোঁজেনি। কিন্তু পুলিশের সঙ্গে কথা বলতে হবে এ’টুকু জেনেছি।’ তিনি আরও বলেন, ‘আজ রাত ১১টায় আমি এসপি স্যারকে ফোন করে বলেছি যে স্যার আমি অসহায় হয়ে একটা বিজ্ঞাপন দিয়েছি।





কিন্তু অনেকে এখন আমার নামে ফেসবুকে ভুয়া অ্যাকা’উন্ট খুলে ছবি জোড়াতালি দিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমি ইন’সিকিউর ফিল করছি।’ তিনি বলেন, ‘এসপি স্যা’র আমাকে কাল (আজ বুধবার) সকালে তার কার্যালয়ে দেখা করতে বলেছেন।’ এ ব্যাপারে জানতে চাইলে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কু’মার চক্র’বর্তী বলেন, ‘অনলাইনে অ’নেক জায়’গায় মিথ্যা





তথ্য ছড়াচ্ছে যে পুলিশ আলম’গীরকে খুঁজছে। কি’ন্তু আসল ঘটনা সেটা নয়। আমরা আসলে তার সমস্যা নিয়ে তার সঙ্গে কথা বলতে চাই।’ তিনি আরও বলেন, ‘তার বিষ’য়টি আন্ত’র্জাতিক গণমাধ্যম পর্য’ন্ত গি’য়েছে’ উ’ল্লেখ করে তিনি বলেন, ‘দেওয়ালে বি’জ্ঞাপন দিয়ে তো সমস্যা সমাধান হবে না। আমরা তাকে যদি কোনো সাহায্য করতে পারি।’





মো. সেলিম রেজা বলেন, ‘এসপি স্যার তার সঙ্গে কথা বলতে চান। আসলে তার বিষয়টা যাচাই করে