চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রে’ম’সহ একের পর এক হিট ছবিতে শিশু’শিল্পী হিসেবে অভি’নয় করে দর্শ’কদের নজর কাড়েন প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কয়ে’কটি ছবিতে অভিনয় করার পর চল’চ্চিত্র থেকে দূরে ছিলেন কিছুদিন। তবে এবার একবারে পাঁ’চটি ছবিতে চু’ক্তি’বদ্ধ হয়েছেন তিনি।
এদিকে, পু’ষ্পার গানে কো’মর দুলিয়ে ঝড় তুললেন ঢাকাই চলচ্চি’ত্রের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ফ্যাশন কোরিওগ্রাফার তানজিল জনির সঙ্গে ‘সামি সামি’ গানের তালে নাচের স্টেপ দেন তিনি। সেই নাচ এখন নেট দুনিয়ায় উত্তাল। নাচের ভিডিওটি তানজিল ক্রিয়েশন গ্রুমিং স্কুলের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ‘তানজিল ক্রি’য়েশন গ্রুমিং স্কুল’-এ ব্রাই’ডাল শুট করেন দিঘি। সেখানেই জনপ্রিয় একাধিক গানের তালে নাচেন তানজিল জনি ও দিঘি।
এর মধ্যে ‘পুষ্পা’ সিনেমার আলোচিত ‘সামি সামি’ গানের তালে নাচের ভিডিওটির ভিউ ৪৫ হাজার ছাড়িয়েছে। ভিডিওটি ৪ ঘণ্টা আগে আপলোড করা হয়েছে।