চট্টগ্রামের হালিশহরে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠার পর অজ্ঞাত এক নারীর গ;লাকা;টা ম;রদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায়





হালিশহর থানা আওতাধীন আগ্রাবাদ এক্সেস রোডে উড আবাসিক হোটেলের ৮০২ নম্বর কক্ষ থেকে ওই নারীর ম;রদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) হালিশহর থানায় একটি হ;;ত্যা মামলা দায়ের করা হয় বলে জানায় সহকারি পুলিশ কমিশনার মো. আরিফ





হোসেন।তি সহকারি পুলিশ কমিশনার জানান, ওই নারীর গলা ও পেটে ছু;;রিকা;ঘাত করা হয়েছে। তার ম;রদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল ম;র্গে পাঠানো হয়েছে। হোটেলের দেয়া তথ্য মতে, ওই নারীকে নিয়ে কামরুল হাসান পরিচয় দেয়া এক ব্যক্তি একটি কক্ষ ভাড়া নেন। হোটেলে দেখানো জাতীয় পরিচয়পত্রে ওই ব্যক্তির





ঠিকানা কুমিল্লা জেলায় ছিল। বিকেল সাড়ে ৫টায় ওই ব্যক্তি হোটেল থেকে বের হয়ে আগ্রাবাদ এক্সেস রোডের দিকে চলে যায়। রাত ১১টা ১০ মিনিটে রুম থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পরে হোটেল কর্তৃপক্ষ বিকল্প চাবি ব্যবহার করে রুমটি খুলে এক নারীর লা;;শ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়। এখনো





ওই নারীর পরিচয় জানা সম্ভব হয়নি। হ;;ত্যাকারীকে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানায় এ কর্মকর্তা।